নাটোরে শ্বাসরোধে গৃহবধূ হত্যা


প্রকাশিত: ০৮:০১ এএম, ২১ জানুয়ারি ২০১৬

নাটোরের বড়াইগ্রামে চম্পা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে স্বামী শাহীন আহমেদ পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তেলোগ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, উপজেলার তেলোগ্রামের রইচ উদ্দিনের ছেলে শাহীনের সঙ্গে প্রায় ছয় মাস আগে বগুড়ার পল্লী বিদ্যুৎ এলাকার চম্পা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহীন তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগমকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে শাহীন তার স্ত্রী চম্পা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সকালে বাড়ির অন্য সদস্যরা শাহীনের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখে চম্পার খোঁজ করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিছানার ওপর চম্পার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।