জয়পুরহাটে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২১ জানুয়ারি ২০১৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের গুলিতে আয়নাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও উপ-পরিদর্শক (এসআই) রতন মোস্তাকসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজাসহ একটি ভটভটি উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ফিসকাঘাটের দেবখন্ডা গ্রামে এ ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার সকাল ৯টায় পাঁচবিবি থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

গুলিবিদ্ধ আয়নাল পাঁচবিবি পৌর এলাকার ঢাকাইপট্টির মহাজের কলোনির মৃত আবুল কাশেমের ছেলে।  পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট ব্রিজের দেবখন্ডা গ্রাম এলাকায় মাদক ব্যবসায়ী আয়নাল তার দলবল নিয়ে ভটভটিতে করে মাদক পাচার করছিলেন। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিরোধ করার চেষ্টা করলে আয়নালের দলবল দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে তাদের উপর গুলি ছুঁড়লে আয়নাল গুলিবিদ্ধ হন। এসময় তাদের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন। তখন তাদের হামলায় পাঁচবিবি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মোস্তাক ও পুলিশ কনস্টেবল আলমাস হোসেন আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজাসহ একটি ভটভটি উদ্ধার করে। গুলিবিদ্ধ আয়নালকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে জানান, মাদক ব্যবসায়ী আয়নাল বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি ও দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে।

রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।