জাপার ডাকা হরতাল অযৌক্তিক


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২১ জানুয়ারি ২০১৬

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, জাপা নেতা এসএম ইয়াসীরের উপর হামলার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলেও জাতীয় পার্টির ডাকা আজকের হরতাল অযৌক্তিক। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, গত ১৫ জানুয়ারি রংপুর মহানগর জাপার সদস্য সচিব এসএম ইয়াসীরকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হয়েছে। আজ তাদের রিমান্ড শুনানি রয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনার পর থেকেই যথাযথ পদক্ষেপ নিয়েছে। গ্রেফতারদের দেয়া তথ্য ও অন্যান্য সোর্স অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এরপরও জাতীয় পার্টির ডাকা আজকের হরতাল সম্পূর্ণ অযৌক্তিক।

প্রেস ব্রিফিংয়ে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।