আটঘরিয়ায় কৃষক সমিতি নেতাকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে উপজেলা কৃষক সমিতির সহসভাপতি আব্দুর রশিদকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের নফিজ উদ্দিনের ছেলে ও উপজেলা কৃষক সমিতির সহসভাপতি ছিলেন। তবে স্থানীয়রা জানান, নিহত রশিদ পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির এমএল লাল পতাকার সঙ্গেও জড়িত ছিলেন।

আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, রাত সোয়া ৯টার দিকে আব্দুর রশিদ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।