অতিরিক্ত যাত্রী তোলায় এমভি তরঙ্গ-৭ লঞ্চকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১২ মে ২০২২
অতিরিক্ত যাত্রী তোলায় জরিমানা গুনলো এমভি তরঙ্গ-৭ লঞ্চ

বরগুনার আমতলীতে অতিরিক্ত যাত্রী তোলায় এমভি তরঙ্গ-৭ লঞ্চকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন একই আদালত।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম। এ সময় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন। দুপুরে আমতলী লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় আমতলী থেকে ছেড়ে যাওয়া এমভি তরঙ্গ-৭ লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলায় কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে বরগুনা সদরে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এসময় তিনি বোতলজাত তেল খোলা বাজারে বিক্রির দায়ে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।