বেনাপোলে ৯ বাংলাদেশি আটক
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় পৃথক অভিযানে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল চেকপোস্টের রেললাইনের বিপরীতে মেহেগনি বাগান থেকে ছয়জনকে ও দৌলতপুর মাঠ থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে বরিশালের সোহেলের ছেলে আসলাম হাওলাদার (৩০), ইসমাইলের ছেলে ইসহাক (১৮), আব্দুল মান্নানের ছেলে তোফাজ্জেল হোসেন (১৯), লক্ষ্মীপুরের হানিফের ছেলে রুমান মিয়া (২০), আব্দুল কাদেরের ছেলে জুয়েল (২৮), যশোরের মতিয়ারের ছেলে মিনহাজুল (২৯), নড়াইলের বাবুল মোল্যার ছেলে মুরাদুল (২০) ও বাগেরহাটের মহাদেবের ছেলে হৃদয়ের (২৫) নাম জানা গেছে।
বিজিবি জানায়, পাচারকারীরা সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজনকে ভারতে পাঠাচ্ছিল। খবর পেয়ে বিজিবির পৃথক দুটি দল অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পাচারকারীরা আগেই কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এসএস/আরআইপি