গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১২ মে ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন ৬ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার (১২ মে) সকালে ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এই ঘটনা ঘটে। দগ্ধদের উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৪-আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এতে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

বিজ্ঞাপন

এ সময় নুরুল আলমের পরিবারের সদস্যরা রান্নাঘরে উপস্থিত ছিলেন। ফলে পরিবারের সব সদস্য আগুনে দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমুল হক নাইম।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।