নুরপুরে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২০ জানুয়ারি ২০১৬

শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা। আর এ প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে পোস্টার ব্যানার ফেস্টুনে। নুরপুর ইউনিয়নের সর্বত্রই ব্যানার পোস্টার ফেস্টুন টাঙিয়ে শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা।

এ মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। মার্চ মাসে নির্বাচন হবে এমন ঘোষণা আসার পর থেকে বসে নেই সম্ভাব্য কাউন্সিলর মেয়র প্রার্থীরা। এবার নতুন মাত্রা যোগ হয়েছে দলীয় প্রতীকে নির্বাচন।

নুরপুর ইউনিয়ন এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রাথীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ ও কর্মী সমাবেশ মিটিং করছেন। বিয়ে মিলাদ মাহফিল ইসলামী সম্মেলন এমনকি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসমর্থন আদায়ের প্রাণপণ চেষ্টা করছেন। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসায় প্রধান দুই দলের রাজনৈতিক দলের মনোনয়ন লাভে আগ্রহী প্রার্থীরা দলের উধ্বর্তন নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আবার অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আবু জাহির এমপি এর কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন নানাভাবে। নুরপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার ইনু, সাবেক জাতীয় ফুটবলার আলহাজ্ব মোক্তার হোসেন, প্রচার সম্পাদক মুখলেছুর রহমান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম মজনু।

এদিকে বিএনপির মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করছেন ৫ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার। এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তরুণ সমাজ সেবক গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, সৈয়দ ফুরকান আলী। এছাড়াও ৯টি ওয়ার্ডে মেম্বার ও নারী মেম্বার পদে প্রায় অর্ধশতাধিক প্রার্থী গণসংযোগ সভা সমাবেশ করছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।