ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে বেলাল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) দুপুরে উপজেলার বজরাটেক ঈদগাহপাড়া মহানন্দা নদীর পাশে এ ঘটনা ঘটে।
মৃত বেলাল উপজেলার বজরাটেক এলাকার মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সাদ্দাম আলী নামের এক ব্যক্তি জানান, সকালে নিজের শ্যালো মেশিন দিয়ে অন্যের ভুট্টার জমিতে সেচ দিতে যান বেলাল। সেখানে একটি বিষধর সাপে তাকে কামড় দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপুর ১টার দিকে তিনি মারা যান।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসারুল ইসলাম তুষার বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। কিন্তু আম্বুলেন্স ঠিক করতে করতেই তিনি মারা যান।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব বলেন, বিষয়টি শুনেছি। স্বজনদের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এএসএম