শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১০ মে ২০২২
বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে লঞ্চ-স্পিডবোট

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিকান্দি নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও বাতাসের তীব্র বেগের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।

jagonews24

শাহাদাত হোসেন আরও জানান, এ দুই রুটে ৮৫টি লঞ্চ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সবগুলো লঞ্চ চালবে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে আধাঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় কোনো যানবাহন নেই। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।