ভুল করে এ কি করলেন মা


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে বিষ খাইয়ে দেবার কারণে রুবাইদা নামে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জের ডুগডুগির হাট সদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার দামোদরপুর ইউপির ডুগডুগির হাট সদ্দারপাড়া গ্রামের গৃহবধূ ইসমত আরা বেগমের ৩ মাস বয়সী কন্যা সন্তান রুবাইদা দু’দিন থেকে জ্বরে ভুগছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইসমত আরা জ্বরের ওষুধ মনে করে রুবাইদাকে ইঁদুর মারার বিষ খাওয়ান। এতে অচেতন হয়ে পড়ে শিশুটি। পরে অবস্থা বেগতিক দেখে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. হেমন্ত রায় চৌধুরী জাগো নিউজকে বলেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

জিতু কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।