পুকুরে মিললো ৮ কেজি ওজনের চিতল মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৬ মে ২০২২

সাতক্ষীরার তালায় একটি পুকুরে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শিবপুর গ্রামে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের পুকুরে মাছটি ধরা পড়ে।

শিবপুর গ্রামের আনোয়ার সরদার বলেন, ‘পুকুরটিতে গ্রামের অনেক মানুষ গোসল করেন। গত এক মাস ধরে পুকুরে নামলে অনেককে মাছটি কামড়াচ্ছিল। এ ঘটনায় অনেকে ভয় পেয়ে যান সাপে কামড়ালো কি না ভেবে। তবে এটি একটি বড় মাছ বলে পরে নিশ্চিত হওয়া যায়। আজ শুনলাম পুকুর থেকে সেই চিতল মাছটি ধরা হয়েছে। এর ওজন ৮ কেজি।’

পুকুরের মালিক নজরুল ইসলাম বলেন, মাছটির জন্য এলাকার মানুষ আতংকে ছিল। অবশেষে আজ পুকুরে জাল ফেলে ৮ কেজি ওজনের চিতল মাছটি ধরা পড়ে। তবে এটি বিক্রি করবো না, বাড়িতে রান্না হবে।’

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।