সৈয়দ নজরুল মেডিকেলে মাকে দেখতে এসে ধর্ষণের শিকার কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৫ মে ২০২২

কিশোরগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মাকে দেখতে আসা এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ মে) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (৪ মে) রাতে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। মামলায় অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করা হয়েছে।

স্বজনরা জানান, কিশোরীর মা ওই হাসপাতালে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। মেয়েটি হাসপাতালে মাকে দেখতে আসে। সে তার মায়ের সঙ্গেই ছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসক ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীর স্বজনদের ওয়ার্ড থেকে বের হয়ে যেতে বলা হয়। ওই সময় কিশোরী ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় অপরিচিত এক যুবক তাকে জোর করে নিচতলায় নিয়ে যান। মেয়েটি দৌড়ে পালানোর চেষ্টা করলে মুখ চেপে ধরে টয়লেটে নিয়ে যান ওই যুবক।

ওয়ার্ড পরিদর্শন শেষে চিকিৎসক চলে যাওয়ার পর মেয়েটির বাবা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে মেয়েটির চিৎকার শুনে নিচতলা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই কিশোরী বাবার কাছে ঘটনা খুলে বলে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে তার বাবা থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, ‘রোগীর সঙ্গে হাসপাতালে থাকা মেয়েটিকে নিচতলায় নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তার বাবা আমাদের জানিয়েছেন। হাসপাতালের সিসি টিভির ফুটেজে এক যুবককে মেয়েটিকে সিঁড়ির কাছে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’

নূর মোহাম্মদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।