চাঁদপুরে ৫০ লাখ টাকার গাছ জব্দ


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চর এলাকা থেকে ৮টি বাল্কহেডসহ ৫০ লাখ টাকার গাছ আটক করেছে বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

আটক বাল্কহেডগুলো হলো-এমভি আরিফুল, এমভি আফছানা মিমি, মায়ের বাধন, মায়ের দোয়া, অনিক অনিকা, ফজর, মারূফ সাফুর, রফিক-নুরূল পরিবহন। আটককৃ বাল্কহেড ও গাছ চাঁদপুর নৌ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

জানা গেছে, অবৈধভাবে মেঘনায় দীর্ঘদিন ধরে একটি চক্র কাঠ, তেলসহ বিভিন্ন চোরাকারবারি করে আসছিল। এরই সূত্র ধরে আজ গাছ ও বাল্কহেড আটক করা হয়। আটক অবৈধ গাছ স্বরুপকাঠি থেকে ঢাকা মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় পাচার হচ্ছিলো বলে জানা গেছে।

চাঁদপুর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, মেঘনা নদীর লগ্গিমারার চর এলাকায় অভিযান চালিয়ে ৮টি বাল্কহেডসহ ৫০ লাখ টাকার গাছ আটক করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।