হাত বাড়িয়ে ডাকছে তেঁতুলিয়া

সফিকুল আলম
সফিকুল আলম সফিকুল আলম , জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ মে ২০২২
পঞ্চগড়ের সমতলের চা বাগান

উত্তরের প্রবেশদ্বার, সবুজ চায়ের সমাহার, হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়া জুড়েই এখন চায়ের সৌন্দর্য। তিনদিকে ভারতীয় সীমান্ত বেষ্টিত শান্তিপ্রিয় এই ছোট্ট উপজেলা শহর যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।

প্রতি ঈদে পর্যটকরা পরিবার নিয়ে তেঁতুলিয়ায় ঘুরতে যান। মহানন্দার পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন ভারতের দার্জিলিং আর হিমালয়ের সৌন্দর্য। সুশীতল ছায়াঘেরা তেঁতুলিয়ার মনমুগ্ধকর বিভিন্ন পর্যটনস্পট ঘোরেন, মনে প্রশান্তি নিয়ে ফিরে যান পর্যটকরা। অনেকে ঈদের ছুটি কাটাতে বেছে নেন সমতলের চায়ের রাজ্য তেঁতুলিয়া।

jagonews24

পঞ্চগড় জেলা শহর থেকে মহাসড়কে মাত্র ৩৬ কিলোমিটার দূরত্বেই সর্বোত্তরের উপজেলা শহর তেঁতুলিয়া। ১৮৯.১২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তেঁতুলিয়ায় প্রায় দেড় লাখ লোকের বসবাস। তেঁতুলিয়ার উত্তরে ভারতের শিলিগুড়ি, দক্ষিণে পশ্চিম দিনাজপুর এবং পশ্চিমে দার্জিলিং জেলা শহর। রয়েছে ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো, রওশনপুরের আনন্দধারা, বাংলাবান্ধা জিরোপয়েন্ট। সুপ্রশস্থ সড়ক, উন্নত যোগাযোগ, বাংলাবান্ধা ইমিগ্রেশন, খনিজ পাথর।

বিশেষ করে সমতলে চায়ের জন্য দেশের বিভিন্ন এলাকার পর্যটকদের কাছে পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি আকর্ষণীয় নাম। ঈদে আগত পর্যটকরা তেঁতুলিয়া ছাড়াও পঞ্চগড়ের বিভিন্ন পর্যটনস্পট ঘুরে বেড়ান।

jagonews24

পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়ায় সাধারণত চুরি, ছিনতাই আর খুনখারাবি নেই। ভ্রমণ পিপাসুদের অনেকে প্রতিবছর ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে আসেন শান্তির শহর পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া ছাড়াও জেলার বিভিন্ন দর্শনীয় স্থান জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করেছে।

পঞ্চগড় জেলা শহর থেকে তেঁতুলিয়া উপজেলা সদর হয়ে বাংলাবান্ধা পর্যন্ত সুবিশাল প্রশস্ত মহাসড়কও একটি পর্যটনস্পটে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে এই সড়কে চলাচলের সময় সড়কের দুই পাশের চা বাগানসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মন কাড়ে।

jagonews24

তেঁতুলিয়া সদরের কাজীপাড়া এলাকার ইজিবাইক চালক মেহেদী হাসান বলেন, প্রতি বছর ঈদে দেশের বিভিন্ন এলাকা থেকে পরিবারসহ অনেকেই ছুটি কাটাতে আসেন। আমরা ঐতিহ্যবাহী ডাকবাংলো ছাড়াও চা বাগান, কমলা বাগান, দার্জিলিং ব্রিজ, আনন্দধারা রিসোর্টসহ বিভিন্ন স্পট ঘুরে দেখাই। দুই বছর করোনার জন্য ঈদে তেমন ভিড় হয়নি। তবে এবার রমজানের শেষের দিকেও অসংখ্য পর্যটক তেঁতুলিয়ায় এসেছেন। তাই মনে হয় এবার ঈদে তেঁতুলিয়ায় পর্যটকের সংখ্যা বাড়বে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, চায়ের সবুজে ভরা শান্তিপূর্ণ জেলা পঞ্চগড়কে আমরা উত্তরের প্রবেশদ্বার বলছি। জেলার তেঁতুলিয়া উপজেলা ঈদের ছুটি কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। প্রতিবছর এখানে ঈদের ছুটি কাটাতে জেলার বাইরে থেকে পর্যটকরা আসেন। এখানকার আইনশৃঙ্খলা পরিবেশ বেশ ভালো। তেঁতুলিয়ার সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ছাড়াও উপজেলা সদরের মহারাজার দীঘি, আটোয়ারীর শাহী মসজিদ, দেবীগঞ্জের বদ্বেশ্বরী মন্দির এ জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করেছে। আশা করি এবার ঈদে তেঁতুলিয়ায় পর্যটকদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।