চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০২ মে ২০২২

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (২ মে) সকাল ১০টায় হাজীগঞ্জ বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফ মাদরাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পরে ক্রমান্বয়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মানুষের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব মুক্তি মাওলানা ইছহাক চৌধুরী ১৯২৮ সাল থেকে চাঁদ দেখা ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদসহ সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। এরই প্রেক্ষিতে রোববার (১ এপ্রিল) আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখার খবরে চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সেসময় জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার প্রায় ৪০ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।