২২ মামলার আসামি ইউপি মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০১ মে ২০২২
গ্রেফতার ইউপি মেম্বার ও তার সহযোগী

বরিশালে রবিউল ইসলাম রনি মোল্লা (৩১) হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা।

তিনি বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং উপজেলার ইসাপুরা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

গ্রেফতার অপর আসামির নাম আফদু হাওলাদার ওরফে আবদুর রব। তিনি একই গ্রামের মৃত মকিব আলী হাওলাদারের ছেলে।

রোববার (১ মে) দুপুর ১২টার দিকে নগরী রূপাতলী র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

মামুনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। তার সহযোগী আফদুর বিরুদ্ধে রয়েছে দুটি মামলা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান জানান, গত ১৯ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর ইউনিয়নে সোনাপুরা গ্রামে রনি মোল্লার বাড়িতে সুমনের নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রনি মোল্লা এবং তার দুই ভাই শহিদুল ইসলাম সোহেল (২৫) ও তৌফিকুল ইসলাম তৌফিককে (২২) কুপিয়ে আহত করেন।

আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রনি মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় ২১ এপ্রিল রনি মোল্লার বাবা ইয়াছিন মোল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

ঘটনার পর মামুন ও তার সহযোগীরা গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব-৮ এর সদস্যরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করেন। পরে জানা যায় মামুন ও তার সহযোগী আফদু নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে আছেন। এরপর শনিবার (৩০ এপ্রিল) রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাইফ আমীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।