ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পরিবহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩০ এপ্রিল ২০২২

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের স্বাভাবিক গতি রয়েছে। কোথাও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি।

তবে শনিবার (৩০ এপ্রিল) সকালে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত গাড়ি থেমে থেমে চলছে। বর্তমানে সড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। নিরাপদে বাড়ি ফিরছেন মহাসড়কে চলাচলরত উত্তর ও দক্ষিণবঙ্গসহ ২৪ জেলার মানুষ।

Tangail-Highway-pic-3.jpg

এছাড়াও ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তিমুক্ত বাড়িফেরা নিশ্চিতে ও অপ্রিতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

মহাসড়কের করটিয়া, ঘারিন্দা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, রাজাবাড়ী মোড় ও আনালিয়া বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক মানেই ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ। প্রতি বছরই কোনো না কোনো কারণে মহাসড়কে যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তিতে পড়তে হয় ঈদে ঘরমুখো যাত্রীদের। তবে এ বছর যানজট নিরসনের আগাম প্রস্তুতি নেওয়ায় ঈদযাত্রায় স্বস্তি পাচ্ছেন ঘরমুখো মানুষ।

Tangail-Highway-pic-3.jpg

মহাসড়কের চলমান চার লেন প্রকল্পের কাজের জন্যও তেমন কোনো সমস্যা হচ্ছে না। ইতোমধ্যেই শেষ হয়েছে গাজীপুর থেকে কালিহাতির এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকার কাজ। এছাড়াও সবশেষ তিনটি উড়াল সেতুর কাজ অসমাপ্ত থাকলেও ঈদে ঘরমুখো মানুষের যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। কিছু স্থানে যানবাহনের গতি একটু কম থাকলেও কোনো যানজট নেই। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।