তালগাছ থেকে পড়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২২
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে পড়ে হাসির খান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সংলগ্ন জিউধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাসির খান জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে।

হাসির খানের প্রতিবেশী বাচ্চু জানান, দুপুরে তালশাঁস কাটতে গাছে ওঠেন হাসির খান। হঠাৎ গাছ থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তালগাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর শুনেছি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।