স্কুলশিক্ষিকার এডিট করা ছবি ফেসবুকে দিয়ে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৮ এপ্রিল ২০২২
গ্রেফতার মো. জাবেদ আহমদ

হবিগঞ্জের বাহুবলে স্কুলশিক্ষিকার ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় মো. জাবেদ আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার তিতারকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের কদর আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, আদিবা শাম্মী নামের একটি ফেসবুক আইডিতে ওই স্কুল শিক্ষিকার ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়। বিষয়টি ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ওই স্কুল শিক্ষিকার নজরে আসে। এটি দ্রুতি ছড়িয়ে পড়লে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।

মামলার বাদী ওই স্কুলশিক্ষিকা বলেন, আমার ছবি এডিট করে জাবেদ অন্য একটি আইডিতে লাগিয়ে সম্মান নষ্ট করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য কারও জড়িত থাকার প্রমাণ পেলে আইনের আওতায় আনা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।