গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২২
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (৩০), তাজু (২৩) ও সবুজ (৩৬)। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রুপ কুমার জানান, সকালে পীরগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে আসছিল। রিকশাটি বিটিসি মোড়ে পৌঁছালে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

জাহিদ খন্দকার/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।