টিফিনের টাকায় পথচারীদের ইফতার দিলেন ৬০ ছাত্রী

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৫২ এএম, ২৫ এপ্রিল ২০২২
পথচারী নারীকে ইফতারের প্যাকেট দিচ্ছেন ছাত্রী

কেউ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিডি সাইক্লোহোলিক কিশোরগঞ্জ নামে একটি সংগঠনের মাধ্যমে তারা নিচ্ছেন সাইকেল চালানোর প্রশিক্ষণ। এবার টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার করিয়েছেন সংগঠনের ৬০ সদস্য।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ পৌর শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় সেতুতে দাঁড়িয়ে একশজনকে ইফতারের প্যাকেট করেন তারা।

টিফিনের টাকায় পথচারীদের ইফতার দিলেন ৬০ ছাত্রী

সংগঠনের ফারাবি হাসান বলেন, সংগঠনের ৬০ জন শিক্ষার্থী নিজেদের টিফিনের টাকা জমিয়ে এ আয়োজন করে। সবাই সমানভাবে চাঁদা দিয়ে একশজন মানুষকে ইফতার করায়।

একটা সাইক্লিং কমিউনিটি তৈরি করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে বলে জানায় সংগঠনটির সদস্যরা।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।