আগুনে পুড়লো সরকারি আবাসনের দশ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে সরকারি আবাসনের দশটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবাসনের ৪নং বেরাকের ৬নং রুম থেকে সেকেন্তার মোল্লার রান্নাঘরে প্রথমে আগুন লেগে তা পাশের ঘরে ছড়িয়ে পরে। এতে একে একে দশটি ঘর পুড়ে যায়।

আবাসনের বাসিন্দা মো. রিফাত মৃধা জানান, রাত ১টার দিকে আগুন লাগলে প্রথমে গলাচিপা ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়। পরে গলাচিপার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আমাদের দশটি ঘর পুড়ে যাওয়ায় আনুমানিক ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের পুনর্বাসন করা হোক।

আগুনে পুড়লো সরকারি আবাসনের দশ ঘর

আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

পটুয়াখালী গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, আমাদের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।