দিনাজপুর বিএনপির কাউন্সিলে সাড়ে ১১ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:১৪ এএম, ২৪ এপ্রিল ২০২২

দিনাজপুর জেলা বিএনপির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে সাড়ে ১১ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

শনিবার দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত জেলা বিএনপির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দিন ধার্য ছিল। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১৪ মে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ১ লাখ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫০ হাজার টাকা ও সাংগঠনিক ২টি পদে ৫০ হাজার টাকা করে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সভাপতি পদে ৪ জন অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও মো. হাফিজুর রহমান সরকার মনোনয়ন সংগ্রহ করেছেন।

সিনিয়র সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু ও মো. মোকাররম হোসেন মনোনয়ন নিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নিয়েছেন মো. আখতারুজ্জমান জুয়েল ও বখতিয়ার আহমেদ কচি।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শাহিন খান, মোস্তফা কামাল মিলন ও মুরাদ আহমেদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মো. আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহেল নিশাত ও একমাত্র মহিলা প্রার্থী হাসনা হেনা হিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ১৪ মে জেলা বিএনপির কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট ছাড়া ২০টি ইউনিটের প্রায় ১ হাজার ৯০০ জন ভোটার (কাউন্সিলর) ভোট প্রদান করবেন।

জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ভোটারের সংখ্যা কিছু বাড়তে পারে।

অপরদিকে দিনাজপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট আশফাক আহম্মদকে। কমিশনে আরও আছেন অ্যাডভোকেট শামিম বিন গোলাম পার্ল ও অ্যাডভোকেট ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু।

২০১০ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দিয়েই এতদিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালনা করা হয়।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।