শেরপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোরাদ মিয়া (২৫) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেও দুজন।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার শেখদি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোরাদ কলাকান্দা গ্রামের আ. লতিফের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
আহতরা হলেন-চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে খায়ের উদ্দিন (৫০) ও খায়েরের শিশুসন্তান আমির হামজা (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়ের ও খায়েরের শিশুসন্তান আমির হামজাকে সঙ্গে নিয়ে শ্রীবরদী বাজার থেকে মোটরসাইকেলযোগে উপজেলার মাটিয়াকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোরাদ মিয়া। এসময় শেখদি এলাকায় পৌঁছালে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোরাদকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম