কোটালীপাড়ায় ২৭০০ দরিদ্র শিশুর একসঙ্গে জন্মদিন উদযাপন
কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭০০ দরিদ্র শিশুর একসঙ্গে জন্মদিন উদযাপন করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে উপহার সামগ্রীও দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে এ জন্মদিনের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন।
প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম কর্মকর্তা পার্থ সারথী দোবে, আলবার্ট সরকার, সুভাষ জয়ধর, শিশু নিরাপত্তা কর্মকর্তা স্বপন ফলিয়া, সিস্টেম সাপোর্ট কর্মকর্তা রোজলীন নুপুর ঘরামী।
জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্রী জান্নাতী ইসলাম জানায়, জন্মদিনের অনুষ্ঠান কী, এটা আমাদের আগে জানা ছিল না। এ অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন আনন্দ উপভোগ করতে পেরেছি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বলেন, পরিবার আর্থিকভাবে অসচ্ছল থাকায় দরিদ্র এসব শিশুদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন তাদের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানাই।
মেহেদী হাসান/এসজে/এমএস