ফরিদপুরে যৌনপল্লীর ৫০০ শিশু পেলো পুষ্টিকর খাদ্যসামগ্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ এপ্রিল ২০২২

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী ও সংলগ্ন এলাকার পাঁচশ শিশুকে পুষ্টিকর খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে শিশুদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ৫০০ গ্রাম ওজনের মরিয়ম খেজুর, ২৫০ গ্রাম চিনা বাদাম, এক প্যাকেট বিস্কুট। এসব সামগ্রী একটি পাটের ব্যাগ করে শিশুদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুর রহমান, ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল, সহকারী নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাপলা মহিলা সংস্থার প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা জানান, দীর্ঘদিন যাবৎ শাপলা মহিলা সংস্থা যৌনকর্মী ও তাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষাসহ বিবিধ বিষয় নিয়ে কাজ করছে। করোনার মধ্যেও তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত রাখা হবে।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।