কক্সবাজারে অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৯ এপ্রিল ২০২২
গ্রেফতার হেলাল উদ্দিন লিটন

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র হাতে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে ভীতি সৃষ্টির চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া হেলাল উদ্দিন লিটন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার লিটন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদে রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে প্রথমে বাঘগুজারা এলাকা থেকে সন্ত্রাসী লিটনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে নন্দীর পাড়া সাকিনে নুইন্না-মুইন্না ব্রিজের দক্ষিণে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১৩ বোরের কার্তুজ জব্দ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সন্ত্রাসী লিটন এলাকার চিহ্নিত অস্ত্রধারী। এর আগে অবৈধ অস্ত্রসহ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে নজরে রাখে। তিনি অস্ত্র ও মারামারিসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।