সাপাহারে হোটেল-সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৮ এপ্রিল ২০২২

নওগাঁর সাপাহারে বিভিন্ন হোটেল ও সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, উপজেলা জিরো পয়েন্টে হোটেল ও সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইসলাম হোটেল ও মিটান্ন ভান্ডারে পোড়া তেল ও নিম্নমানের লবণ ব্যবহার সেমাই তৈরি করা হচ্ছিল। হোটেলের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এ কারণে সেমাই তৈরি কারখানাসহ মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সাপাহার থানার পুলিশ টিম উপস্থিত ছিল।

আব্বাস আলী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।