লিটার প্রতি তেলে ১৫ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৫০ হাজার
নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ১৫ টাকা বেশি নেওয়ায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া চৌমুহনীর মেসার্স ফরাজি স্টোরকে এ জরিমানা করেন।
কাউছার মিয়া জাগো নিউজকে বলেন, প্রতি লিটার সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৩৬ টাকা। তবে ফরাজি স্টোর দাম রাখছিল ১৫১ টাকা। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস