খোঁজ মিলেছে সেই ইদ্রিস আলীর দুই মেয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২
দুই মেয়েকে কোলে নিয়ে কাঁদছেন ইদ্রিস আলী

অবশেষে দুই মেয়ের সন্ধান পেয়েছেন ইদ্রিস আলী। তবে এখনো তার কাছে হস্তান্তর করা হয়নি। দুই মেয়েই পুলিশ হেফাজতে রয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

তিনি বলেন, আমরা দুই মেয়ের সন্ধান পেয়েছি। তারা আমাদের হেফাজতে তার নানির কাছে রয়েছে। সবার সঙ্গে কথা বলে হস্তান্তর করা হবে।

দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর (৩৮)। কৃষিকাজের পাশাপাশি মাঝেমধ্যে ঢাকায় এসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আশা ছিল মেয়েদের পড়াশোনা করিয়ে ভালো জায়গায় বিয়ে দিবেন। কিন্তু স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষায় কোনো এক দালালের খপ্পরে পড়ে নিশ্চিহ্ন হয়ে পড়ে তার সংসার।

সন্তানদের খোঁজে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জে এসে রিকশা চালানো শুরু করেছিলেন ইদ্রিস আলী। রিকশা চালাতে চালাতে এখানকার অলিগলিতে খুঁজে বেড়াচ্ছিলেন সন্তানদের। কিন্তু কোথাও তাদের সন্ধান মিলছিল না। মেয়েদের ফিরে পাওয়ার আশায় নাওয়া খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন ইদ্রিস আলী।

এ নিয়ে ১৫ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম-এ ‘রিকশাচালক বেশে দুই মেয়েকে খুঁজে বেড়ান ইদ্রিস আলী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এর আগে গত ১০ এপ্রিল (রোববার) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন ইদ্রিস। পুলিশ সেই জিডি আমলে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে তার দুই সন্তানের সন্ধান পায় পলিশ।

ইদ্রিস আলী জাগো নিউজকে বলেন, থানা থেকে বলা হয়েছে আমার দুই মেয়েকে পাওয়া গেছে। আমি এখন থানায় যাচ্ছি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই মেয়েকে পাওয়া গেছে। আমাদের সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।