তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২

দিনাজপুরের চিরিরবন্দরে তিন বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক থাকার পর গ্রেফতার হয়েছেন সেকেন্দার আলী নামের এক আসামি।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত আড়াইটায় উপজেলার রানীবন্দর এলাকায় অভিযান চালিয়ে চিরিরবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সেকেন্দার আলী উপজেলার রানীপুর মালুয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ২০১৩ সালে পারিবারিক আদালতে সেকেন্দার আলীর তিন বছরের কারাদণ্ড হয়েছিল। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (১৬ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।