জীবন্ত দগ্ধ হয়ে ঘরেই মারা গেলেন ১০৫ বছরের গুলজান বেগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৫ এপ্রিল ২০২২

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে ঘরেই মারা গেছেন গুলজান বেগম নামের শতবর্ষী এক বৃদ্ধা।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজারসংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিকেলে আবু বক্কারের খড়ের পালা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ৯টি ঘর পুড়ে যায়।

স্থানীয়রা আরও জানান, আগুন লাগার সময় ঘরেই ছিলেন গুলজান বেগম (১০৫)। তিনি বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘরের মধ্যেই তিনি মারা যান।

নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের কাপড়, শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা করা হয়েছে। জেলা প্রশাসন থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।