কালীগঞ্জে ভূমি কর্মকর্তার বাড়িতে ডাকাতি : আটক ১
গাজীপুরের কালীগঞ্জে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের মীরেরটেক গ্রামে এক ভূমি কর্মকর্তার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওই ভূমি কর্মকর্তার নাম মো. তাজুল ইসলাম। তিনি জেলার শ্রীপুর উপজেলার তাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী।
ভূমি কর্মকর্তার বড় ভাই মফিজুল ইসলাম (৫৫) বলেন, তার ছোট ভাই তাজুল ইসলাম (৪০) বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলার তাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী হিসেবে আছেন। তিনি পরিবারসহ থাকেন ঢাকার উত্তরায়। আর গ্রামের বাড়িতে মফিজুল, তার স্ত্রী, কলেজ পড়ুয়া দুই মেয়ে ও একটি ছেলে নিয়ে মীরেরটেকের বাড়িতে থাকেন। শনিবার রাত ৩টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। মূল কলাপসিপল গেইটের তালা ভেঙে বাড়িতে থাকা মফিজুলের স্ত্রী, মেয়ে শান্ত (২০), জেবু (১৯) ও ছেলে ফয়সালের (১২) হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন ও দামী কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
প্রতিবেশী রশিদ বলেন, রাতে ওই বাড়িতে ডাকাতি হচ্ছে বিষয়টি বুঝতে পেরে থানায় ও প্রতিবেশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। বিষয়টি ডাকাত দল টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় তাদের আটক করার চেষ্ঠা করলে ডাকাত দল পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হয়ে ওই গ্রামের আরজুর ছেলে রাজন (২০) নামের এক প্রতিবেশী আহত হয়। অন্যটি বালির মধ্যে পড়ায় তা বিস্ফোরিত হয়নি। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই ককটেলটি উদ্ধার এবং স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশের একটি জঙ্গল থেকে আলামিন (২৩) নামের এক ডাকাতকে আটক করেন।
আটক আলামিন মাদারীপুর সদর থানার ঝাওদী গ্রামের আব্দুল সালামের ছেলে। থাকেন ঢাকার যাত্রাবাড়ীতে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ডাকাত আটক, ককটেল উদ্ধার এবং ককটেল বিস্ফোরণে আহতের সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এটা আসলে ডাকাতি না ডাকাতির প্রস্তুতি।
আব্দুর রহমান আরমান/এসএস/এমএস