ঠাকুরগাঁওয়ে নারীকে মারধর করে সাড়ে ৭ লাখ টাকা লুট
ঠাকুরগাঁওয়ে দেশীয় অস্ত্র দিয়ে নারীকে মারধরের পর সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এসময় তার স্বামীকেও মারধর করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লায়লা বেগম জানান, তারাবি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বাড়ির দোতালার দরজায় কড়া নাড়েন কেউ৷ দরজা খুলতেই দেশীয় অস্ত্র, রড দিয়ে অতর্কিত হামলা চালায়। আমাদের মারধর ও বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রির সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওই নারীর স্বামী ইসরাফিল হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী ওহিদুল ও বাকীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল হামলা করে নগদ সাড়ে সাত লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই বাড়িতে যাওয়ার কথা স্বীকার করলেও হামলা-লুটপাটের কথা অস্বীকার করেন।
ঠাকুরগাঁও সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস