বাংলা নববর্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২২
বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে চেকপোস্টের শূন্যরেখায় বিজিবির হিলি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে মিষ্টির পাঁচটি প্যাকেট তুলে দেন। এ সময় বিএসএফকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পরে দুইবাহিনী কুশল বিনিময় করে। বি

সুবেদার মোকলেছুর রহমান জাগো নিউজকে বলেন, সীমান্তে সোহার্দ-সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে এবং বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয় সেই লক্ষ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।