রাজশাহীতে সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ২৩১০ টাকা ফিতরা নির্ধারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৪ এপ্রিল ২০২২
ফাইল ছবি

রাজশাহীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান নিজামী।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজশাহী জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসায় একটি বৈঠকে আলোচনার মধ্যদিয়ে এ সিদ্ধান্ত হয়।

মাওলানা তৈয়বুর রহমান নিজামী বলেন, বাজার মূল্য অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে নির্ধারিত সর্বনিম্ন ও সর্বোচ্চ টাকায় ফিতরা আদায় করতে পারবেন। বাজারমূল্য অনুসারে ৪২ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম গমের হিসাবে সর্বনিম্ন ৭০ টাকায় জনপ্রতি ফিতরা আদায় করা যাবে। এছাড়া তিন কেজি ৩০০ গ্রাম যব, খেজুর, কিসমিস বা পনিরের মূল্য ধরেও ফিতরা আদায় করা যাবে।

তিনি আরও বলেন, বাজারে এখন যবের দর ৬০ টাকা কেজি। সেই হিসাবে ২০০ টাকা, ৩০০ টাকা কেজি দরে খেজুরের হিসাবে ৯৯০ টাকা, ৩৫০ টাকা কেজি দরে কিসমিস হিসাবে এক হাজার ১৫৫ টাকা এবং ৭০০ টাকা কেজি দরে পনিরের হিসাবে দুই হাজার ৩১০ টাকায় জনপ্রতি ফিতরা আদায় করা যাবে।

ফিতরার মুস্তাহাবের বিষয়ে তিনি বলেন, বিত্তবানরা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ টাকায় ফিতরা আদায় করবেন। তবে কারো সামর্থ্য না থাকলে সর্বনিম্ন নির্ধারিত টাকাতেও ফিতরা আদায় করতে পারবেন।

ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।