‘কাঁচাবাদাম’ ও ‘পুষ্পা’র দখলে দেশের বৃহত্তম কাপড়ের হাট

সঞ্জিত সাহা
সঞ্জিত সাহা সঞ্জিত সাহা নরসিংদী
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২২
হাটে কাপড় দেখছেন ক্রেতারা

মাথার টুপি থেকে পকেটের রুমাল সবই পাওয়া যায় এক বাজারে। দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট। ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের এ হাট। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হাটের অলিগলি। দম ফেলার যেন ফুরসত নেই কারও।

সাশ্রয়ী দামে মানসম্মত কাপড় পাওয়ায় পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারাও হাটে ভিড় জমাচ্ছেন। ক্রেতা সামগম বাড়ায় তৃপ্তির ঢেকুর দোকানিদেরও। এবার বাজার থ্রি-পিস কাঁচাবাদাম ও পুষ্পার দখলে। এ থ্রি-পিসের চাহিদা সবচেয়ে বেশি।

jagonews24

জানা যায়, কাপড়ের জন্য নরসিংদীর বাবুরহাটের খ্যাতি দেশজুড়ে। আর সেই কাপড়ের জন্য সারাদেশ থেকে ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন এখানে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রঙ আর ডিজাইনের তৈরি শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, বেডশিট, পর্দা, গামছাসহ নানা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় পাঁচ হাজার দোকানি। পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর এখন হাটের অলিগলি।

ক্রেতা চাহিদা মাথায় রেখে ঈদ উপলক্ষে বাহারি রঙ ও নিত্য নতুন ডিজাইনের থ্রি-পিছ, শাড়ি ও লুঙ্গি তৈরি করা হয়েছে। দাম ও মানের সমন্বয় ঠিক রেখে ২০ রকমের শাড়ি ও ৫০ আইটেমের থ্রি-পিস তৈরি করা হয়েছে এবার। তবে তুলা ও সুতার দাম বেশি থাকায় এর প্রভাব পড়েছে সব ধরনের কাপড়ের বাজারে।

jagonews24

থ্রি-পিস বিক্রেতা হাসনাইত বলেন, ঈদ উপলক্ষে ৫০ এর বেশি ধরনের থ্রি-পিস কালেকশনে রাখা হয়েছে। এর মধ্যে এবার বাজারে খুবসুরত, গঙ্গা, সানাসাফিনা, মিরাকি, নাজ, কাঁচাবাদাম, পুষ্পা ও মির্জার চাহিদা তুঙ্গে। দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এসব থ্রি-পিস বিক্রি হচ্ছে।

অপর ব্যবসায়ী রিগ্যান বলেন, ধীরে ধীরে সারাদেশ থেকে পাইকাররা হাটে আসতে শুরু করেছেন। গত দুই বছর করোনার কারণে ব্যবসা ভালো হয়নি। রমজানের শুরুতে প্রথম সপ্তাহে বেচাকেনা শুরু হয়েছে। প্রচুর বেচা কেনা হচ্ছে। এবার বাজার কাঁচাবাদাম ও পুষ্পার দখলে। এই থ্রি-পিসের চাহিদা সবচেয়ে বেশি।

jagonews24

কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিপিস কমদামি কাপড়ে ন্যূনতম ৫০ থেকে একশ টাকা বেড়েছে। বেড়েছে থ্রি-পিস ও লুঙ্গির দামও। তাই পাইকারি ক্রেতারা কম কাপড় কিনছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম মির্জা বস্ত্রালয়ের মালিক জসিম মিয়া বলেন, আমি প্রায় ২০ বছর যাবৎ বাবুর হাট থেকে কাপড়, থ্রি-পিস, লুঙ্গিসহ সব ধরনের কাপড় কিনে কুমিল্লা এলাকায় বিক্রি করি। এখানকার কাপড়ের মান যেমন ভালো তেমনি দামও অন্য হাট থেকে সাশ্রয়ী। তাছাড়া এখানকার কাপড়ের চাহিদা রয়েছে।

jagonews24

গাজীপুরের রাওনাইন থেকে কাপড় কিনতে এসেছেন নারী উদ্যেক্তা লিমা। তিনি বলেন, নরসিংদীর শেখেরচর বাবুরহাট সবচেয়ে জনপ্রিয়। তার কারণ হলো এক বাজারে সব কিছু পাওয়া যায়। তাই আমাদের কাছে প্রথম পছন্দ বাবুরহাট বাজার।

নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির (সিআইপি) বলেন, বস্ত্র জগতের প্রধান কেন্দ্র বাবুরহাট। এখানে নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসায়ীরা লেনদেন করতে পারেন। দূর-দূরান্তের ক্রেতারা যাতে আরো স্বস্তিতে কাপড় কিনতে পারেন, সেজন্যে পুরো হাটকেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্তে আরো সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।