কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৬ এএম, ১৪ এপ্রিল ২০২২

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে মো. মহিউদ্দি সরকার (২৬) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হায়দারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দি সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা। তিনি আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে দৈনিক কুমিল্লার ডাক নামে স্থানীয় একটি সংবাদপত্রে স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন তিনি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার সঙ্গে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তবে কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনো পরিষ্কার নয়। পরে বিস্তারিত জানানো হবে।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাহিদ জাগো নিউজকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএডি/এফএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।