কালাইয়ে জনতার মুখোমুখি এমপি স্বপন


প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

কালাই উপজেলার সাধারণ জনগণের মুখোমুখি হয়েছিলেন জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শনিবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সরকারের দু’বছর প্রর্তি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং কালাই প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

প্রশ্নত্তোর পর্বে সর্বস্তরের জনগণ এলাকার শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ফায়ার স্টেশন, স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ, ভিজিডি, টিআর-কাবিখা, কিডনি, মাদক, দুর্নীতি, অবসর ভাতা, পেনশন সংক্রান্ত নানা জটিল বিষয়ে এমপিকে প্রশ্ন করেন।

এমপি স্বপন তাৎক্ষণিকভাবে ওইসব প্রশ্নের জবাব দিয়ে সংকট সমাধানের ব্যাপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সকল সমস্যার সমাধান একবারেই করা অসম্ভব। তবে খুব শিগগিরই কিছু কিছু সমস্যা দৃশ্যমান আকারে সমাধান করা হবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কালাই পৌরসভার নব নির্বাচিত মেয়র খন্দকার হালিমুল আলম জন, কালাই উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেনদ্রনাথ দাস প্রমুখ।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।