স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১২ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

লালমনিরহাটে স্বামীকে হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২টায় জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার মৃত হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও তার পরকীয়া প্রেমিক একই এলাকার মৃত জহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫)।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ জানুয়ারি স্বামী বাইরে থাকায় নিজের ঘরে পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গে মেতে উঠেন মনোয়ারা বেগম। হামিদার রহমান ঘরে প্রবেশ করে এমন দৃশ্য দেখে প্রতিবাদ করলে উল্টো তাকে হত্যা করে। ওই দিন পাটগ্রাম থানা একটি হত্যা মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির একই বছরের ১০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মনোয়ারা বেগম ও তার পরকীয়া প্রেমিক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, দুই আসামিকে আদালতে হাজির করা করা হলে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।