পাবনায় মেয়াদোত্তীর্ণ পাটবীজ ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১১ এপ্রিল ২০২২

পাবনার আটঘরিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পাটবীজ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) কৃষি বিভাগ এ অভিযান চালায়।

আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, উপজেলার দেবোত্তর, আটঘরিয়া ও চাঁদভা বাজারে সার ও বীজের দোকান আকস্মিক পরির্দশন করা হয়। এসময় বিভিন্ন দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ৩০ কেজি পাটবীজ জব্দ করে ধ্বংস করা হয়।

jagonews24

তিনি আরও জানান, সার, বীজের দাম ও মান নিশ্চিতকরণে নিয়মিতভাবে দোকান মনিটরিং অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।