সিলেটে প্রধানমন্ত্রীর নামে একাডেমিক ভবন উদ্বোধন


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ে `দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন` নামে একটি একাডেমিক ভবনের নামকরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের প্রাক্কালে শনিবার বিকেলে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন, আওয়ামী লীগ সরকার ব্যতীত কোনো সরকার তা করতে পারেনি। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা-চেতনার কারণে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেশি সময় লাগবে না।

জালালপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নেছারুল হক বুস্তানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, ম্যানেজিং কমিটির সদস্য শহিদুর রহমান শাহীন, আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।