দিনাজপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে আম-লিচুর ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১০ এপ্রিল ২০২২
টানা ২০ মিনিট ধরে পড়ে শিলাবৃষ্টি

দিনাজপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটোসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, গত ৩ এপ্রিল (রোববার) থেকে দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিনই জেলার কোনো না কোন অঞ্চলে শিলাবৃষ্টি হয়। সর্বশেষ বোচাগঞ্জ, বীরগঞ্জ ও সদর উপজেলার কিছু কিছু অংশে টানা ১০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।

রাসেল ইসলাম নামের এক আম চাষি বলেন, আম ও লিচুর গুটি আসতে শুরু করেছে। শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটোর ক্ষতি হয়েছে।

jagonews24

আমিনুল ইসলাম নামের আরেক চাষি বলেন, শিলাবৃষ্টির কারণে মাঠের টমেটোর ক্ষতি হয়েছে। এ বৃষ্টির কারণে আম, লিচু ও পেঁয়াজেরও ক্ষতি হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ গুহ বলেন, গত কয়েকদিন ধরে জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার কোথাও বৃষ্টি কোথায় শিলাবৃষ্টি হয়েছে। এতে কতটা ক্ষতি হলো তা খোঁজ নিয়ে জানা যাবে। তবে শিলার কারণে আম ও লিচুর কিছুটা ক্ষতি হবে। ক্ষেতে পানি জমে গেলে পেঁয়াজের জন্য ক্ষতিকর হবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।