বরিশালে গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মাঝেরচর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মায়ানুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন আক্তার (২৩)।
স্থানীয়রা জানান, মায়ানুর বেগমের ভাসুরের মেয়ে জামাই কবির কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর ৬ টায় মারা যান। তার বাড়ি দড়িরচরখাজুরিয়া গ্রামে। খবর পেয়ে মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারসহ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে দড়িরচরখাজুরিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
গজারিয়া নদী পার হতে তারা যাত্রীবাহী ট্রলারে ওঠেন। ট্রলারে তারাসহ ১৩-১৬ জনের মতো যাত্রী ছিলেন। ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে দমকা হওয়া এবং ঢেউয়ের কারণে দুলতে শুরু করে। এক পর্যায়ে ট্রলার পানিতে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ট্রলারডুবির বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারকে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জাগো নিউজকে বলেন, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ। উদ্ধার তৎপরতায় অংশ নিতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে।
সাইফ আমীন/এসজে/এমএস