তিন বাংলাদেশীকে ফেরত দিল ভারত


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৪ নভেম্বর ২০১৪

ভারতে দুই বছর কারাভোগকারী তিন বাংলাদেশীকে সোমবার ফেরত দিয়েছে সে দেশের পুলিশ। রোববার সন্ধ্যায় তিন বাংলাদেশীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে পাঠানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম তাদের গ্রহণ করেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (টুআইসি) আনন্দ নরজিনার।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), একই জেলার হরিপুর এলাকার মৃত মঈনুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩৫) ও মৃত একাব্বর আলীর ছেলে ছমির হোসেন (২২)।

বুড়িমারী ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন তিন বাংলাদেশী। পরে তাদের আদালতে পাঠানো হয়। এর পর আদালতের রায়ে তারা রায়গঞ্জ শোধনাগারে বন্দী ছিলেন।

আনোয়ারুল ইসলাম আরও জানান, তিনজনকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে তারা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।