আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ দেখে হতাশ মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৭ এপ্রিল ২০২২
আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী

চলমান আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণকাজের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর নো-ম্যানসল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন শেষে তিনি হতাশার কথা ব্যক্ত করেন।

রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের (জুন) মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেটা হবে না। ঠিকাদার বলেছে জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো। তবে সেটাও না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, এ কাজ বাস্তবায়নের জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আসা করছি শিগগির প্রকল্পটি বাস্তবায়ন হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেল মন্ত্রণালয়ের পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।