নেত্রকোনায় জলবসন্তে শিশুসহ ৫ জনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় গত ২৫ দিনে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ওই এলাকার আরো ১৬ জন। এ ঘটনায় ভয়ে অনেকেই এলাকা ছাড়ছেন। খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জনসহ দুটি মেডিকেল টিম।
কলমাকান্দা উপজেলার জামশেন গ্রামে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনদিন আগে মারা গেছে ফৌজদার মিয়ার দুই শিশু মাসুদা আক্তার (১৩) ও রফিকুল ইসলাম (৫)। এরপর বৃহস্পতিবার রাতে মারা যায় প্রতিবেশি হাশেম উদ্দিনের চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ে মারুফা আক্তার। কয়েকদিন আগে ওই গ্রামের ফজলুল হক (৪৫) ও রবন খাঁরও (৭২) মৃত্যু হয়েছে।
আক্রান্ত হয়েছে এই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে অলি-উল্লাহ (৭), আলাল উদ্দিনের ছেলে আরিফ বিল্লাহ (৮ মাস), মুক্তার উদ্দিনের ছেলে সুরাফ মিয়া, রবণ খার ছেলে নূর ইসলাম (৮), নয়ন মিয়ার ছেলে সাগর (৮), জাকিয়া (২) ও স্ত্রী হলুদা আক্তার, আবু তাহেরের মেয়ে হীরা মনি (৬), তার বোন নীলা মনি (৪), কালাম মিয়ার ছেলে শরীফ মিয়া (৬), মুক্তা আক্তার (৮), রেখা আক্তার (২১), রুখসানাসহ (১০) ১৬ জন।
রোগটি ছড়িয়ে পড়েছে পাশের গ্রামেও। নাওরীপাড়া-বরুণ খিলা গ্রামে খলিল মিয়ার ছেলে সুলতান মিয়া (৩১) আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
গত ২৫ দিনে গ্রামের পাঁচজন মারা গেলেও সরকারি স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসকরা কেউই ঘটনাস্থলে আসেনি বলে জানান ওই গ্রামের জাহাঙ্গীর আলম।
এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, পরপর পাচঁজন মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোগটি জলবসন্ত বলে জাগো নিউজকে জানান এলাকা পরিদর্শনে আসা চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান।
জেলা সিভিল সার্জন বিজন কান্তি সরকার জানান, আক্রান্ত রোগীদের মারা যাওয়ার খবর শুনে ঢাকা থেকে বিশেষ মেডিকেল টিম ডাকা হয়েছে।
এলাকায় দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়ে রোগ নির্ণয় করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
কামাল হোসাইন/এআরএ/এমএস