রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৪২ পিএম, ০১ এপ্রিল ২০২২

রাজশাহীতে সাতটি কেন্দ্র একযোগে অনুষ্ঠিত হয়েছে মেডিকেলের ভর্তি পরীক্ষা। এসব কেন্দ্রে ১১ হাজার পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২২১ জন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। এর আগে রাজশাহী মেডিকেল কলেজসহ রাজশাহী কলেজ ও অন্যান্য কেন্দ্রে জড়ো হন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজশাহীতে সাতটি কেন্দ্রে ১১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসসহ বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা গ্রহণ করা হয়।

রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী জানান, সাতটি কেন্দ্রে সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ হাজার জন। এর মধ্যে ২২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

ফয়সাল আহমেদ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।