শৈলকুপায় যাত্রার নামে চলছে অশ্লীলতা


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈখপাড়া বাজারে বাজারে যাত্রাপালার নামে চলছে নগ্ন নৃত্য, মদ ও জমজমাট জুয়ার আসর। প্রতিদিন এখানে ভিড় করছেন শত শত মানুষ। ধবংস হচ্ছে এলাকার উঠতি বয়সের যুবসমাজ। যুব সামাজকে রক্ষা করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বছরের শুরুতেই এই যাত্রার আয়োজন করেছেন ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। এই মেলা ঘিরে দীর্ঘদিন ধরে এলাকায় মদ ও জুয়ার আসরসহ বিভিন্ন অপকর্ম চলছে। এসব অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এদিকে, এই যাত্রাকে ঘিরে শুরু হয়েছে নানা বিরোধ। যেকোনো সময় সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্থানীয়রা। শিক্ষার্থী, কিশোররা লেখাপড়া ছেড়ে পঙ্গপালের মতো ঝুঁকছে এ নগ্নতার দিকে। অবাধে করছেন মাদক সেবন। বাংলা মদ, ফেনসিডিল, গাঁজা বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। যে কারণে সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে এমন প্রতিক্রিয়া জানান এলাকার শান্তিপ্রিয় মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শেখপাড়া বাজারে প্রতিদিনই বাড়ছে লোক সংখ্যার সমাগম, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পোশাকও ছোট হতে থাকে। এ যাত্রাপালায় নেই কোনো সামাজিক কাহিনী বা শেকড়-সংস্কৃতির শিক্ষণীয় কিছু।

স্থানীয়দের অভিযোগ তাদের হারানো লোক ঐতিহ্য, সংস্কৃতি, ঘেটুযাত্রা এসবের বদলে এখন নগ্নতাই প্রদর্শন করা হয়। যা পরিবার-পরিজন নিয়ে দেখা অসম্ভব হয়ে পড়ে। যাত্রাদলের মেয়েরা অর্ধনগ্ন হয়ে মঞ্চ থেকে দর্শক সারিতে নেমে আসেন। এসব কিশোররা তাদের দিকে ঝুঁকে এসে, শরীর স্পর্শ করে, টাকা দেন। এসময় লজ্জায় মুখ ঢাকতে হয় অভিভাবক বা বয়স্কদের। যাত্রার নামে সামাজিক অবক্ষয় হিসেবে এলাকায় চুরি, সন্ত্রাসী ও ধর্ষণের মতো নানা অপরাধ কার্যক্রমের আশঙ্কা করছেন অভিভাবকরা।

তবে যাত্রাদলের দায়িত্বে থাকা স্থানীয় একজন জানান, স্থানীয় প্রতিপক্ষরা নানা কুৎসা ছড়াতে পারেন তবে যাত্রাপালাটি সুস্থধারার করার চেষ্টা চলছে।

সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষার জন্য ঝিনাইদহের জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।